ভাগ্নের লোহার রডের আঘাতে মামার মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
জমি নিয়ে বিরোধের জেরে নাটোরের সিংড়ায় ভাগ্নের লোহার রডের আঘাতে মৃত্যু হয়েছে মামার। গতকাল সন্ধ্যায় উপজেলার শেরকোল ইউনিয়নের নীলচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রায় দেড় শতক জমি নিয়ে মামা ছাকির শেখের সাথে ভাগ্নে আশরাফুল ইসলামের বিরোধ চলছিল। এরই জের ধরে ভাগ্নেসহ কয়েকজন মামা ছাকির শেখের সাথে বাকবিতন্ডায় জড়ায়। এক পর্যায়ে ভাগ্নে আশরাফুল লোহার রড দিয়ে বৃদ্ধ মামাকে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনায় আশরাফুল ইসলাম ও বরকত আলী নামে দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত আশরাফুল ইসলাম ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক।