নিবিড় পর্যবেক্ষণের পরই গাইবান্ধার উপনির্বাচন বাতিলের ঘোষণা : সিইসি
- আপডেট সময় : ০৭:৪৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ১৭২১ বার পড়া হয়েছে
হঠকারী সিদ্ধান্ত নয়, নিবিড় পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েই গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচন কমিশন মনে করলে, যেকোনো জায়গায় বসে নির্বাচন বন্ধ করতে পারে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ ঘোষণা পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাজী হাবিবুল আউয়াল।
ভোটের পরিবেশ সুষ্ঠু নেই এবং পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়ায়, বুধবার গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহন বন্ধ ঘোষনা করে নির্বাচন কমিশন।
তবে এ নিয়ে আলোচনা সমালোচনার পাশাপাশি চলছে বিতর্ক। এমন বাস্তবতায়, বিভ্রান্তি দূর করতে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, হঠকারী সিদ্ধান্ত নয়, কিংবা সিইসির একক সিদ্ধান্তে নয়, সবার সমন্বয়ে, দেখে,শুনে বুঝেই গাইবান্ধঅ ৫ আসনের উপনির্বাচন বন্ধ করা হয়েছে।
ঢাকায় বসে কেন্দ্র বন্ধ ও নির্বাচন বাতিল করার বিষয়েও কথা বলেন তিনি।
গাইবান্ধা-৫আসনে সংঘটিত অনিয়ম তদন্তে কমিটি করার কথা জানিয়ে সিইসি বলেন, রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে।
ভোট বন্ধ করায় কারো পক্ষ থেকে কোন চাপ আসেনি বলেও জানান কাজী হাবিবুল আউয়াল।