কম আমদানীর অজুহাতে কেজিতে ১০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম
- আপডেট সময় : ০১:৩৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ভারত থেকে আমদানি কমে আসায় আবারও অস্থির পেঁয়াজের বাজার। কয়েকদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে প্রায় ১০ টাকা। বিদ্যুত ঘাটতিতে উৎপাদন ব্যাহত, পরিবহন ভাড়া বৃদ্ধিসহ নানা অযুহাতে বাড়িয়ে দেয়া হয়েছে ব্রয়লার মুরগীর দাম। বাড়তি ডিমের দামও। পর্যাপ্ত মজুদ থাকার পরও দাম কমার কোন লক্ষণ নেই চালের। চড়া সবরকম সবজির দাম। বেহাল বাজার পরিস্থিতিতে নাকাল সাধারণ মানুষ।
সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতাসমাগত থাকলেও অধিকাংশ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
শীতকালীন কিছু সবজি উঠলেও দাম চড়া। বিক্রেতারা বলছেন, মৌসুমি সবজি বাজারে আসলেই কমে আসবে দাম।
এদিকে, আবারও বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা। দাম বাড়ায় খোলা বাজার থেকে চিনি উধাও। প্যাকেটজাত চিনির কেজি ৯৫ থেকে ৯৮ টাকা। নতুন ঘোষণায় ১৮০ টাকা লিটার বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন।
পর্যাপ্ত মজুদ থাকলেও সিন্ডিকেট কারসাজিতে নিয়ন্ত্রণে নেই চালের বাজারে। মিনিকেট ৭৪ থেকে ৭৬ টাকা, আটাশের কেজি ৫৮ থেকে ৬০ টাকা।
এদিকে, নানা অজুহাতে আরেকদফা বেড়েছে ব্রয়লার মুরগী দাম। কেজি এখন ২০০ টাকা। লাগাম টানা যাচ্ছেনা ডিমের। ডজন এখনো ১৫০ টাকা।
ইলিশ শূন্য বাজারে বাড়িয়ে দেয়া হয়েছে চাষ করা মাছের দাম। আর নদীর মাছতো ধরাছোঁয়ার বাইরে।
অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম।