অর্থনৈতিক প্রত্যাশা পুরণে স্বাস্থ্য শিক্ষা ও প্রযুক্তির বিকাশ জরুরি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / ১৬৪২ বার পড়া হয়েছে
দেশের আগামী দিনের অর্থনৈতিক প্রত্যাশা পুরনে স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তির বিকাশ জরুরি বলে মত দিয়েছেন অর্থনীতিবিদরা। এমন পর্যবেক্ষণ ও মূল্যায়ন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরীরও।
সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের উন্নয়নের গল্প শীর্ষক গোল টেবিল আলোচনায় তিনি জানান, দেশের বর্তমান অর্থনৈতিক স্থিতি ও সাফল্যের নেপথ্য রয়েছে সরকারের নিরলস প্রচেষ্টা। অনুষ্ঠানে বিগত ২৫ বছরে নিম্ন ও মধ্যম আয়ের ২৬টি দেশের অর্থনৈতিক অগ্রগতি বিশ্লেষণ পূর্বক গবেষণা প্রবন্ধ তুলে ধরা হয়। বিআইডিএস আয়োজিত সেমিনারে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমানসহ বিশিষ্টজনরা।