নাটোরে রেলওয়ে অস্থায়ী শ্রমিক ধর্মঘট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
বকেয়া বেতন পরিশোধ ও চাকরি স্থায়ীকরণসহ ৬ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন নাটোর রেলওয়ে স্টেশনে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারী-শ্রমিকরা
সকালে এই কর্মবিরতি শুরু হয়। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনটি লাইন ক্লিয়ার না পাওয়ায় প্রায় এক ঘন্টা নাটোর স্টেশনে আটকা পড়ে। এতে দুর্ভোগের স্বীকার হয় যাত্রীরা। নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুন নাহার জানায়, বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিক পরিষদের ব্যানারে সকাল ৮টার দিকে কর্মবিরতি শুরু করে ৩য় শ্রেনীর কর্মচারীরা। এ সময় তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি লাইন ক্লিয়ার না পাওয়ায় স্টেশনে আটকে যায়। এ সময় যাত্রীরা উত্তেজিতত হয়ে উঠে। পরে শ্রমিকদের সাথে কথা বলে লাইন ক্লিয়ার করে দেওয়া হলে প্রায় ১ ঘন্টা পর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশন ত্যাগ করে। বর্তমানে টেন চলাচল স্বাভাবিক রয়েছে।