এখন বসুন্ধরা সিটিতে এসএসবি লেদার
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৯:০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
দেশীয় লেদার ফুটওয়্যার প্রতিষ্ঠান ‘এসএসবি লেদার’ এর পরিধি বিস্তারের ধারাবাহিকতায় রাজধানী ঢাকার বসুন্ধরা সিটি শপিংমলে আধুনিক সকল সুযোগ-সুবিধা সম্পন্ন নতুন একটি শোরুম উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার আরিয়ান আহমেদসহ প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং কর্পোরেট ব্যক্তিবর্গ। ইতিমধ্যে ঢাকার মধ্যে ৩টি শো-রুম সহ একটি পরিপূর্ণ ই-কমার্স নিয়ে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি।
স্বল্পতম সময়ে গ্রাহকদের গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে এসএসবি লেদার সামগ্রী। যাত্রা শুরুর পর থেকে গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে প্রায় ২০০ মডেলের আধুনিক ডিজাইনের পুরুষ, মহিলা ও শিশুদের জন্য লেদারের পণ্য সামগ্রী, জুতার কালেকশন রাখছে শো-রুম গুলোতে। মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করে যাচ্ছে।
এসএসবি লেদারের নিজস্ব ফ্যাক্টরীতে উন্নত প্রযুক্তিতে তৈরি প্রত্যেকটি শো-রুমে জুতা ছাড়াও রয়েছে ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী,জুতা,বেল্ট, ট্রাভেল ব্যাগ ছাড়াও নারীদের জন্যেও রয়েছে নান্দনিক মডেলের লেদারের পণ্য।
এর কার্যক্রমে গতিশীলতার লক্ষ্যে আগামী বছর প্রত্যেকটি বিভাগীয় শহরে উল্লেখযোগ্য সংখ্যক জেলায় এমনকি উপজেলা পর্যন্ত এসএসবি লেদারের বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে। কম মূল্যে আধুনিকতার ছোঁয়া দিতেই পন্যসামগ্রী দেশব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।
গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি শো-রুমেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড গ্রহন করা হয়। ইতিমধ্যে অনলাইন এর মাধ্যমেও সকল পণ্য গ্রাহকসেবায় অন্তর্ভূক্ত হয়েছে।
শো-রুম উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার হিসেবে থাকছে মূল্যছাড়, ফ্রিতে প্রিভিলেজ কার্ড এবং নগদ টাকা ভাউচার। বসুন্ধরা সিটি শপিংমলে শো-রুমের ঠিকানা, লেভেল – ৬, ব্লক-সি, দোকান নং ৫৮।