গাইবান্ধা উপনির্বাচনে অনিয়মের তদন্ত শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
গাইবন্ধা-৫ আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবে কমিটি।
সকালে গাইবান্ধা সার্কিট হাউস হল রুমে তদন্ত কমিটির সভাপতি ও নির্বাচন কমিশনার অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, সদস্য কামাল উদ্দিন বিশ্বাস ও শাহেদুন্নবী চৌধুরী তদন্ত কার্যক্রম শুরু করেন। কমিটি সংশ্লিষ্ট মাঠ প্রশাসন, ভোট গ্রহণকারী কর্মকর্তাসহ মোট ৬৮৫ জনকে তলব করা হয়েছে। আজ প্রথম দিন ১৩৬ জনের বক্তব্য শুনেছে কমিটি। গত ১২ অক্টোবর গাইবান্ধা উপনির্বাচনে অনিয়মের কারণে ভোটগ্রহণের মাঝপথে নির্বাচন বন্ধ করে দেয় ইসি।