খাদ্য বিদ্যুৎ জ্বালানি নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ সতর্ক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
- / ১৯৪৪ বার পড়া হয়েছে
বিশ্বের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়বে অনেক দেশেই। খাদ্য, বিদ্যুৎ, জ্বালানি নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয় অডিটরিয়াম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, আগামী শীতে বিশ্বের সাথে দেশের অবস্থাও খারাপ হতে পারে। তাই ইতোমধ্যে সরকার খাদ্য উৎপাদন আরও বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধিতে পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, হিংসা, বিদ্বেষ ক্ষমতার লড়াইয়ে সুন্দর পৃথিবী নষ্ট করে দিচ্ছে বিশ্ব নেতারা। শেখ রাসেলের জন্মদিনে আহ্বান জানান, ক্ষমতার লড়াইয়ে যেন কোনো শিশুকে হত্যা না করা হয়। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ অনেকেই।