ছিনতাই বিরোধী বিশেষ অভিযানে ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রেব
- আপডেট সময় : ০২:৪৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ১৭২০ বার পড়া হয়েছে
ছিনতাই বিরোধী বিশেষ অভিযানে গাজীপুর, টঙ্গী এবং রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় চক্রের মূলহোতা শরীফ হোসেনসহ ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রেব।
তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল ও বিপুল পরিমাণ চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। সকালে উত্তরা রেব ১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য তুলে ধরেন অধিনায়ক লে, কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।
তিনি জানান, নির্জন এলাকায় নিরীহ পথচারী ও যানজটে যাত্রীদের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় চক্রের সদস্যরা। চক্রের সদস্যরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে মূলহোতা শরীফের নেতৃত্বে ছিনতাই করে। শরীফ ও আব্দুল্লাহ বাবুর নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর জেরে হামলার ঘটনায় ৩শ’ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি।
এদিকে, কর্তৃপক্ষের আশ্বাসে আজ থেকে কাজ শুরু করেছে রাজশাহী মেডিকেলের ইন্টার্ন ডাক্তাররা। তবে আগামীকালের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারীও দেন তারা। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানান তারা।
বুধবার রাতে হাসপাতালে শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে ইন্টার্ন চিকিৎসকরা। এতে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়। ঘটনা তদন্তে গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
চট্টগ্রামের খাতুনগঞ্জে শ্রমিক হত্যা মামলার মূল আসামি রাসেলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সকালে তাদের গ্রেপ্তার তরা হয়। সোমবার সন্ধ্যায় মেসার্স সামির ট্রেডিংয়ের শ্রমিক মোহাম্মদ মাসুদকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে ড্রাইভার মোহাম্মদ রাসেলের নেতৃত্বে ১২ জনের একটি দল।
গাড়িচালক রাসেলকে এক নম্বর আসামি করে মামলা হয়। ঘটনার প্রতিবাদে সোমবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত টানা কর্মবিরতি পালন করে শ্রমিকরা।
এতে দেশের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে অচলাবস্থার সৃষ্টি হয়। পরে ব্যবসায়ীদের সঙ্গে শ্রমিকেরা দফায় দফায় বৈঠক করে কর্মবিরতি সাময়িক প্রত্যাহার করে নেন।