রাবির ৩শ’ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার আবেদন
- আপডেট সময় : ০৯:০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ১৮২৬ বার পড়া হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর জেরে হামলার ঘটনায় ৩শ’ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি।
এদিকে, কর্তৃপক্ষের আশ্বাসে আজ থেকে কাজ শুরু করেছে রাজশাহী মেডিকেলের ইন্টার্ন ডাক্তাররা। তবে আগামীকালের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারীও দেন তারা। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানান তারা। বুধবার রাতে হাসপাতালে শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে ইন্টার্ন চিকিৎসকরা। এতে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়। ঘটনা তদন্তে গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকায় পরকীয়ার জেরে স্বামীর হাতে গৃহবধূ খুন হয়েছেন ।
বৃহস্পতিবার রাতে বোয়ালমারী পৌর এলাকার মধ্যেরগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, স্ত্রীর পরকীয়াকে কেন্দ্র করে গত ৭ অক্টোবর গ্রাম্য শালীশ হয়। স্থানীয়দের দাবি স্ত্রীর পরকীয়ার জেরই এ হত্যাকান্ড। স্বামী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীকে জখম করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। বোয়ালমারী থানার ওসি জানান, অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান চলছে।
নিজের বসত ভিটা থেকে মাটি কাটার প্রতিবাদ করায় ঢাকার ধামরাইয়ে এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের বড়াকৈ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, দুপুরে কৃষক সেলিম তালুকদারের বসতভিটার মাটি জোর পূর্বক কেটে নিয়ে যাচ্ছিল আব্দুল ছাত্তারও তার সহযোগী সন্ত্রাসীরা। সেলিম বাধা দিলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এদিকে সাভারের আশুলিয়ার পলি আক্তার নামে এক গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এঘটনায় সাভার রেব-৪ আশুলিয়ার টঙ্গাবাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
ব্রাহ্মণবাড়িয়ায় তাজিমুল ইসলাম সাইমন নামে এক মাদরাসা ছাত্রকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় গতকাল সন্ধ্যায় মাসুদ বিন ওয়ালী নামে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ। সাইমনের বাবা সিদ্দিক মিয়া অভিযোগ করে বলেন, সাইমন মাদরাসায় থেকে হেফজ বিভাগে পড়তো। গতকাল বিকেলে তার মা তাকে দেখতে মাদরাসায় যায়। সেখানে গিয়ে দেখেন সাইমনের মুখ জুড়ে আঘাতের চিহ্ন। তার শরীরের বিভিন্ন স্থানেও ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। শিক্ষকের পাশাপাশি মাদরাসার অন্য দুই ছাত্রও তাকে মারধর করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক জানান, ছাত্র নির্যাতনের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে।
চট্টগ্রামের খাতুনগঞ্জে শ্রমিক হত্যা মামলার মূল আসামি রাসেলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার সন্ধ্যায় সামির ট্রেডিংয়ের কর্মচারী মাসুদকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে রাসেলের নেতৃত্বে ১২ জনের একটি দল। পরে রাসেলকে প্রধান আসামি করে মামলা হয়। ঘটনার প্রতিবাদে সোমবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত টানা কর্মবিরতি পালন করে শ্রমিকরা। এতে দেশের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে অচলাবস্থার সৃষ্টি হয়। পরে ব্যবসায়ীদের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা বৈঠকে সাময়িক প্রত্যাহার করা হয় কর্মবিরতি। সিএমপি’র ডিসি মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, হত্যাকান্ডে জড়িত সোহাগ ও সাইদুলকে চট্টগ্রামের বাকুলিয়া ও কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে নিহত মাকসুদের সঙ্গে পিকআপ ড্রাইভার রাসেলের বিরোধ বাধে। একপর্যায়ে সহযোগীদের নিয়ে রাসেল হামলা চালায়। উভয়পক্ষের হাতাহাতির একপর্যায়ে রাসেলের সহযোগী সাইদুল তার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ হোসেন হত্যা মামলায় এজাহারভূক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন।
ভোরে উখিয়ার ক্যাম্প ১৩ ও ১৯ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এপিবিএন ৮’এর সহকারি পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি জানান, গত ১৮ অক্টোবর ক্যাম্প-১৯’এর একটি দোকানের সামনে সৈয়দ হোসেনকে দুস্কৃতিকারীরা ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভূক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হল। তাদেরকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।