আওয়ামী লীগ মানুষের দল নয়, লুটপাটের দল: মান্না

- আপডেট সময় : ০৯:১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগকে মানুষের দল নয়, লুটপাটের দল বলে মন্তব্য করেছেন গনতন্ত্র মঞ্চের নেতা এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আর গণ অধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নুর বলেছেন, ইভিএম নিয়ে নতুন নাটক করছে সরকার ও নির্বাচন কমিশন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে খাদ্য বিদ্যুৎ জ্বালানি সংকটে রয়েছে। সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। গণ অধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নুর বলেন, আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় থাকার জন্য নীল নকশা তৈরি করছে। তাদের ষড়যন্ত্র বন্ধ করতে সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।