অপর্যাপ্ত গ্যাস সরবরাহে টেক্সটাইল খাতে উৎপাদন কমেছে ৪০ শতাংশ
- আপডেট সময় : ০৯:০০:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
গ্যাস সংকটে বিপর্যয়ের মুখে পড়েছে রপ্তানী-নির্ভর অর্থনীতির অন্যতম চালিকা শক্তি- টেক্সটাইল খাত। সক্ষমতার ৩০ থেকে ৪০ শতাংশ উৎপাদন কমায় অর্থনৈতিক সংকটে ব্যবসায়ীরা। মিল বন্ধের পাশাপাশি ব্যাংক ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছেন তারা। সংবাদ সম্মেলনে টেক্সটাইল মিলস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলি খোকন জানান, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ না পেলে শিগগিরই বন্ধ হয়ে যাবে ৬০ শতাংশ কারখানা।
দেশের অর্থনীতির মূল চালিকা শক্তির অন্যতম খাত টেক্সটাইল। বিশ্বের বুকে “মেইড ইন বাংলাদেশ”খ্যাতি এনে দিয়েছে এই পণ্য। শিল্পটি ৪০ লক্ষাধিক শ্রমজীবীর কর্মসংস্থান করলেও করোনার ভয়াল থাবা ও বৈশ্বিক জ্বালানি সংকটে অনেকটাই ভেঙ্গে পড়েছে।
বর্তমান সমস্যার নানা দিক তুলে ধরতে রাজধানীর সোনাগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল মিল এসোসিয়েশন।
এসোসিয়েশন সভাপতি জানান, দিন দিন গ্যাস সংকট তীব্র হওয়ায় রাজধানির আশপাশের মিলগুলো বন্ধ থাকে দিনে গড়ে ১০ থেকে ১২ ঘন্টা। এতে উৎপাদন ব্যহত হয় সক্ষমতার ৩০ থেকে ৪০ শতাংশ।
তিনি বলেন,এ খাতের বেশির ভাগ বিনিয়োগ ব্যাংক নির্ভর হওয়ায় ঋণ পরিশোধে হিমসিম খাচ্ছেন উদ্যোগতারা। সেক্ষেত্রে ব্যাংক পলিসি অনুযায়ী পরবর্তি ঋণ নেয়ার যোগ্যতাও হারাচ্ছেন তারা।
সম্ভাবনার এ খাতকে বাচিয়ে রাখতে নির্বচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবী জানান তিনি।