খুলনা রেলস্টেশনে ভাং’চুর : বিএনপির ১৭০ জনের বিরুদ্ধে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
খুলনা রেলস্টেশনে ভাংচুরের অভিযোগে বিএনপির অজ্ঞাত ১৭০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রেলস্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে এ মামলা করেন।
এর আগে শনিবার বেলা পৌনে ১২টার দিকে রেলস্টেশনে ভাংচুরের ঘটনার পর পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থলের দিকে চলে যায়।
সেসময়ই ধাওয়া পাল্টা ধাওয়া হলে বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে খুলনা রেলস্টেশনে দরজার গ্লাস ভেঙ্গে যায়।
এদিকে, খুলনায় প্রত্যাহার করে নেয়া হয়েছে গণপরিবহন ও লঞ্চ ধর্মঘট। এছাড়া ২৪ ঘণ্টা ট্রলার বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মালিকরা। শনিবার বিকেলেই গণপরিবহন ও লঞ্চ বিভিন্ন রুটে ছেড়ে যায়।
বিএনপির বিভাগীয় সমাবেশের আগে খুলনায় সব ধরনের বাস চলাচল বন্ধ রাখা হয়।