চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- আপডেট সময় : ০৩:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৮৩২ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে উপকূলবাসীর।
চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কি.মি. দক্ষিণ- দক্ষিণপশ্চিমে অবস্থান করছে নিম্নচাপটি। চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশনা রয়েছে।
নিম্নচাপটি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৩০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে রয়েছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। জেলা প্রশাসনের নির্দেশনায় পর্যটকদের নিরাপদ দুরত্বে থেকে সৈকত ভ্রমণের জন্য সতর্ক করছেন ট্যুরিস্ট পুলিশ, লাইফ গার্ড ও সৈকতের কর্মীরা।
মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৭৫ কি.মি. দক্ষিণে অবস্থানকরা নিম্নচাপটির কারণে সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলার ও ছোট নৌকাকে গভীর সাগরে বিচরণ না করতে বলেছে আবহাওয়া অফিস।
অন্যদিকে নিম্নচাপটি ৭৩০ কি.মি. দক্ষিণে পায়রা সমুদ্রবন্দর থেকে অবস্থান করছে।
গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠছে। আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। সকাল থেকে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। উপকূলীয় এলাকার নদ-নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা করছে স্থানীয় আবহাওয়া অফিস।