থানচি ও আলীকদমে পর্যটক যাতায়াত নিষিদ্ধ
- আপডেট সময় : ০৩:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
বান্দরবানের সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানের কারণে এবার থানচি ও আলীকদম উপজেলায় পর্যটক যাতায়াত নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। গতকাল রাতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
জেলা ম্যাজিস্ট্রেট লৎফুর রহমানের সই করা নোটিশে বলা হয়, ওই দুই উপজেলায় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠনের বিষয়ে তথ্য সংগ্রহে আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ফলে আলীকদম ও থানচিতে ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটক যাতায়াত নিষিদ্ধ। এদিকে, জেলা জুড়ে আতংক বিরাজ করছে। হোটেল-মোটেল পর্যটক শূন্য। এর আগে বান্দরবানের রোয়াংছড়ি ও রাঙামাটি বিলাইছড়ির দুর্গম এলাকায় অভিযানে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৭ ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফএর ৩ সদস্যসহ মোট ১০ জনকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের আস্তানা ধ্বংস করা হয়।