আড়িয়াল খাঁ নদে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:২১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
মাদারীপুর জেলার শিবচর উপজেলার বহেরাতলা চর টেকেরহাটে আড়িয়াল খাঁ নদে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে। গ্রামের পাশাপাশি শহর থেকেও অসংখ্য মানুষ ভিড় করেন।
মাদারীপুরের শিবচরের নৌকা বাইচ দেখতে নদী পাড়ের দীর্ঘ এলাকাজুড়ে হাজার হাজার মানুষ ভীড় করে। বসে দীর্ঘ গ্রামীণ মেলা। অনেকে আসে নৌকা নিয়ে অনেকে বাল্কহেড ভাড়া করে অনেকে আসে স্পীডবোট নিয়ে। তরুনরা হাজির হয় সাউন্ড সিস্টেমসহ।
বাইচ প্রতিযোগীতায় মিলন হাওলাদারে শিবচর এক্সপ্রেস নামক নৌকা প্রথম স্থান অধিকার করে। ওসমান তালুকদারের নৌকা দ্বিতীয় ও জব্বার মাদবরের নৌকা তৃতীয় স্থান অধিকার করে। দর্শনার্থীরা মুগ্ধ এমন আয়োজনে।
আয়োজকরা জানায়, সকলের সহায়তা পেলে প্রতিবছরই আয়োজন করা হবে নৌকা বাইচ।
খড়স্রোতে আড়িয়াল খাঁ নদে গ্রামীন বাংলার ঐতিহ্য বাইচ আয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের নজরদারী ছিল চোখে পড়ার মতো।