শীত মৌসুমের আগাম সবজিতে ভরপুর নওগাঁর মাঠ ও হাট
- আপডেট সময় : ০২:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
শীত মৌসুমের আগাম সবজিতে ভরপুর নওগাঁর মাঠ ও হাট। বাজারে ঢুকলেই মনে হবে ভরপুর শীত মৌসুম চলছে। তবে আগাম জাতের সব ধরনের সবজির আগুন দামে অসন্তোষ ক্রেতারা।
ভোরের শিশির বিন্দু জানান দিচ্ছে শীত আসছে। আর তাইতো আগাম সবজিতে সেজেছে নওগাঁর মাঠ।
চাষিরা বলছেন, মৌসুমের শুরুতে সিম, ফুল কপি, বাধা কপি, মুলা এবং বেগুনের চাষ হয়েছে সবচেয়ে বেশি। গেলো দুই বছরের তুলনায় এবছর আগাম চাষের সবজি চাষ হয়েছে আশানুরুপ। অতিরিক্ত লাভের আশায় আগাম জাতের সবজি চাষ করেছেন চাষীরা।
এরইমধ্যে বাজারগুলোও ভরেছে আগাম সবজিতে। দাম নাগালের বাইরে হলেও শীতের স্বাদ এখনই নিচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন দিন যাবে আবহাওয়ার সাথে ঠান্ডা হবে সবজির বাজার।
এদিকে, কৃষকদের ন্যায্য দাম নিশ্চিতে নানাবিধ পরিকল্পনা হাতে নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যা শতভাগ নিশ্চিত করতে পারলে উপকৃত হবে প্রকৃত চাষিরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, এ বছর জেলার প্রায় ৯ হাজার হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজির চাষ হয়েছে।