ডিসেম্বরে আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা আবহাওয়াবিদদের
- আপডেট সময় : ০৭:১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রভাব থেকে এখন বিপদমুক্ত বাংলাদেশ। ঘণ্টায় সর্বোচ্চ ৭৪ কিলোমিটার বেগে এটি উপকূলে আঘাত হেনেছিল। এর প্রভাবে সারাদেশেই বৃষ্টি হয়। রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে বরিশাল ও মাদারীপুরে। ব্যতিক্রম এই ঘূর্ণিঝড়ের ব্যাপ্তি ছিল ৪০০ কিলোমিটার। তবে আগামী ডিসেম্বরে দেশে আবারও ঘূর্ণিঝড়ের আশংকা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বাতাসে ৭৪ কিলোমিটার বেগের ঘর্ণিঝড় সিত্রাং সোমবার রাত ৯ টা থেকে মঙ্গলবার ভোর ৬ টা পর্যন্ত ৯ ঘন্টা তাণ্ডব চালায় উপকূলে। যেটির শক্তি কমে সুস্পষ্ট লঘুচাপে রুপ নিয়ে ভোর রাতেই শক্তি ক্ষয় হয়ে যায়। সুস্পষ্ট লঘুচাপটি বিকাল চারটার দিকে একেবারেই বিলীন হয়ে গেছে। সবশেষ বাংলাদেশের মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল হয়ে শক্তি ক্ষয় করে ভারতের আসামের দিকে চলে যায় সিত্রাং।
আবহাওয়া অফিস জানায়, চট্রগ্রাম ও কক্সবাজার জেলায় সিত্রাংয়ে প্রভাবে বাতাসের গতি ছিলো বেশি।
সিত্রাংয়ের প্রভাবে ভোলায় সর্বোচ্চ ৬ ফুট জলোচ্ছাস রেকর্ড করা হয় । এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় বরিশালে ৩২৪ মিলি মিটার।
অসময়ের অতিরিক্ত বৃষ্টি আমন ফসলের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান ।
আগামী কয়েকদিনের মধ্যে দেশের কোথায় ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে যে কোন দূর্যোগ নিয়ে আতংক না ছড়ানোর অনুরোধ জানান তিনি।