বাংলাদেশকে ঋণের ফাঁদে ফেলার ধারনা একেবারেই অমূলক : চীনা রাষ্ট্রদূত
- আপডেট সময় : ০৮:২৫:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
অভ্যন্তরীণ ইস্যুতে শান্তিপূর্ন ও গণতান্ত্রিক উপায়ে সমাধানের পাশাপাশি স্থিতিশীল বাংলাদেশই চীনের প্রত্যাশা। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে চীন নীরব এমন ভাবনা সঠিক নয়। রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে গভীরভাবে কাজ করছে চীন। বাংলাদেশ, শ্রীলঙ্কার হবার শঙ্কা সঠিক নয় বলেও মন্তব্য করেন লি জিমিং।
মানবিক কারনে আশ্রয় দিলেও বর্তমানে বাংলাদেশের মাথা ব্যথার আরেক নাম রোহিঙ্গা সমস্যা। মিয়ানমারের সঙ্গে জোড়ালো বন্ধুত্বপূর্ন সম্পর্কের পরও ১১ লাখের বেশী রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার প্রশ্নে চীন কিছুই করছে না, এমনটাই ধারনা সচেতন বাংলাদেশীদের।
তবে রোহিঙ্গা ইস্যুতে চীন নিশ্চুপ, বাংলাদেশীদের এই ধারণা সঠিক নয় বলে জানালেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ–ডিক্যাব আয়োজিত মতবিনিময়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে চীনের প্রত্যাশার কথা জানান তিনি।
বাংলাদেশের মোট ঋণের ৬ শতাংশ মাত্র চীনা অর্থ। তাই, ঋণের ফাঁদে ফেলার ধারনা অমূলক। শ্রীলঙ্কার সঙ্গে তুলনাও সঠিক নয় বলে দাবী করেন লি জিমিং।