তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপি’র দু:সাহস : কাদের
- আপডেট সময় : ০৯:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপি’র দু:সাহস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কয়েকটি সমাবেশ করেই ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে তারা। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের অভিযোগ, বৈশ্বিক পরিস্থিতি নিয়ে রাজনীতির পাশাপাশি দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
খিলগাঁও মডেল কলেজ মাঠে থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুরুতেই আলোচনায় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় বিএনপির বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সংবিধানকে আর কাটা-ছেঁড়া করতে দেয়া হবে না।
নিজ দলের নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কমিটি ও মনোনয়ন বানিজ্য চিরতরে বন্ধ করতে হবে।
এদিকে, ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘ডিআরইউ সাহিত্য পুরস্কার ও লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সরকারের উন্নয়নে সবসময়ই বিভ্রান্তি সৃষ্টি করছে বিএনপি।
তথ্যমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নে পাকিস্তান অভিনন্দন জানালেও অযোগ্য বিরোধী দল বিএনপি তা করেনি।