নভেম্বরই বিদ্যুৎ পরিস্থিতি ভালো হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ১০:০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
আগামী মাস থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে পৌঁছাবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে এক আলোচনা সভায় তিনি জানান, ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়লেও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ায়নি বাংলাদেশ।
রাজধানীর ব্রাক ইন সেন্টারে বাংলাদেশ এনডিসি পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা শীর্ষক সংলাপের আয়োজন করে অক্সফ্যাম ইন বাংলাদেশ।
আলোচনায় পরিকল্পনা বাস্তবায়ন ও জ্বালানি ব্যবস্থাপনার বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন অতিথিরা।
সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, ব্রুনাই থেকে এলএনজি আমদানির পরিকল্পনা করা হয়েছে।
লোডশেডিং নিয়ে প্রতিমন্ত্রী জানান, নভেম্বর নাগাদ শীত শুরু হয়ে যাচ্ছে, ফলে দেশের বিদ্যুৎ পরিস্থিতি ভালোর দিকে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এসময়, গ্রিড বিপর্যয়ের ঘটনায় বিতরণ সংস্থাগুলোর তদন্ত প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন নসরুল হামিদ।