রংপুরে জেলা মোটর মালিক সমিতির ডাকা দু’দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে
- আপডেট সময় : ০৫:৫৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমনসহ অবৈধ যান চলাচল বন্ধ এবং রংপুর-কুড়িগ্রাম সড়কে প্রশাসনের হয়রানির প্রতিবাদে রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দু’দিনের ধর্মঘট চলছে।
ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে আগামীকাল রংপুরে গণসমাবেশকে ঘিরে অনেক জেলা থেকে পায়ে হেঁটেই আসছেন বিএনপির নেতাকর্মীরা।
রংপুরে জেলা মোটর মালিক সমিতির ডাকা দু’দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে ভোরে। চলবে শনিবার সন্ধ্যা পর্যন্ত। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জেলা মটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হক জানান, মহাসড়কে নিরাপত্তার জন্য পরিবহন মালিকদের দাবি মেনে আইন করেছে সরকার। এদিকে, শনিবার রংপুরে বিএনপির গণসমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে পায়ে হেঁটেই আসছে সমাবেশস্থলে আসা শুরু করেছে মানুষ।
পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে কুড়িগ্রাম জেলাতেও। স্থানীয় মটর মালিক সমিতি ধর্মঘট না করলেও এ দু’দিন তারা পরিবহন চালাবেন না বলে
জানান। সকালে কুড়িগ্রাম থেকে কোন গাড়ি ছেড়ে যায়নি। তবে ঢাকাসহ অন্যান্য জেলা থেকে বিভিন্ন পরিবহন আসতে দেখা যায়।
গাইবান্ধা থেকেও ছেড়ে যায়নি কোন বাস। টার্মিনালে সব রুটের বাস সারিবদ্ধ করে রাখা হয়।
ধর্মঘটে অচল হয়ে পড়েছে নীলফামারী। এতে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে নীলফামারী থেকে বিকল্প পন্থায় রংপুর রওয়ানা হয়েছেন নেতাকর্মীরা।
পরিবহন ধর্মঘটে দিনাজপুরেও চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দিনাজপুর থেকে প্রায় ৩৬টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।