বিএনপির রংপুর গণসমাবেশে মানুষের ঢল
- আপডেট সময় : ০২:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
বিএনপি’র রংপুর বিভাগীয় গণসমাবেশ শুরু হবে দুপুর ২টায়। গণপরিবহণ বন্ধ থাকায় বিকল্প হিসাবে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল, ট্রেনে, নৌপথে কিংবা হেঁটে রংপুর শহরে পৌঁছেছেন নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে দেখা যায় নেতাকর্মীদের। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঈদগা মাঠ লোকে লোকারণ্য হয়। অভিযোগ উঠেছে আবারও পথে পথে বাধা দেয়ার। বস্তা, চাদর নিয়ে সমাবেশস্থলেই রাত্রিযাপন করেন অনেকে।
দ্রব্যমূল্য ঊর্ধগতি, তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির গণসমাবেশ শুরু হবে দুপুর দুইটায়। সমাবেশ কেন্দ্র করে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে…স্থানীয় আওয়ামী নেতারা বলেছেন, শান্তিপূর্ণ সমাবেশ করলে বাধা দেয়া হবে না। সমাবেশের নামে অরাজকতা সৃষ্টি করা হলে আওয়ামী লীগ তার দাঁতভাঙ্গা জবাব দিবে।
রংপুর সমাবেশস্থল ও রংপুর নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া বিশেষ অতিথি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল মাহমুদ টুকু। বক্তব্য রাখবেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।