মিয়ানমারের সাথে পতাকা বৈঠক
- আপডেট সময় : ০৪:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
সীমান্ত পরিস্থিতির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে কক্সবাজারের টেকনাফে চলছে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক। বৈঠকে অংশ নিতে সকালে টেকনাফ পৌঁছান মিয়ানমারের ৭ সদস্যের প্রতিনিধি দল।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এবং মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মিয়ানমার পিইন পিও।পতাকা বৈঠক চলবে বিকেল পর্যন্ত। এর আগে টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে বিজিপির সদস্যরা পৌঁছালে তাদের স্বাগত জানানো হয় বিজিবির পক্ষ থেকে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শাহ্পরীর দ্বীপে বিজিবির সীমান্ত চৌকি সংলগ্ন বাংলোতে নেয়া হয়। সেখানেই চলছে পতাকা বৈঠক। বিকেলে সংবাদ সম্মেলনে বৈঠকের তথ্য জানানো হবে। প্রায় তিন মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান গোলাগুলিকে কেন্দ্র করে বান্দরবান সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এতে বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। মাদক চোরাচালান, অনুপ্রবেশসহ নানা বিষয়েও আলোচনা হবে।