সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি : আপিলের শুনানি ৬ নভেম্বর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি নেয়ার লিভ টু আপিলের পরবর্তী শুনানি আগামী ৬ নভেম্বর।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করতে সরকারের কাছে কোন পূর্বানুমতি লাগবে না, ২৫ আগস্ট এমন রায় দেয় হাইকোর্ট। হাইকোর্ট বলে, সরকারি চাকরি আইনের ৪১ এর ১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। যেখানে সংবিধান সবার সম অধিকারের কথা বলেছে, এই ধারার মাধ্যমে বিশেষ শ্রেণীকে সুবিধা দেয়া হয়েছিলো বলেও মত দেয় হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন আদালতে সময় আবেদন করেন এবং রিটের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। এর আগে ২৩ অক্টোবর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ এই লিভ টু আপিল শুনানি নিষ্পত্তি না পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেন।