সিউলে হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৫১ জনের মৃ’ত্যু
- আপডেট সময় : ০৫:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে হঠাৎ হুড়োহুড়িতে পদদলিত হয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনের। আহত হয়েছেন শতাধিক। জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। নিহত ব্যক্তিদের মধ্যে ১৯ জন বিদেশি নাগরিক রয়েছেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পদদলিতের ঘটনার পর এখনও ২ হাজার ৬০০ জনের বেশি লোক নিখোঁজ রয়েছেন।
মৃতদের অধিকাংশই তরুণ। প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনীর সদস্যরা জানিয়েছেন, রাত ১১টার দিকে সিউলের ইওংসানগুয়ের ইথেওয়ানের হ্যালোইন পার্টিতে জড়ো হন এক লাখেরও বেশি মানুষ। অনুষ্ঠানে এক তারকা উপস্থিত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার পরপরই শুরু হয় হুড়োহুড়ি। সরু রাস্তায় অতিরিক্ত ভিড়ে চাপা পড়েন অনেকে। পদদলিত হয়ে ঘটনাস্থলেই মারা যান অনেকে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি হতাহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পদদলিত হওয়ার পর হৃদরোগ আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনাকবলিতদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের পাশাপাশি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ শোক জানিয়েছেন বিশ্বনেতারা।