‘এক্সপার্ট টক’ এর আয়োজনে জেসিআই ঢাকা ইস্ট
- আপডেট সময় : ০৯:০১:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
জেসিআই ঢাকা ইস্ট’ এর আয়োজনে ২৮ অক্টোবর রাজধানী ঢাকার ডরিন হোটেল এন্ড রিসর্টে আয়োজিত হয়ে গেলো ‘এক্সপার্ট টক’, পাওয়ার্ড বাই বিএম এলপি গ্যাস। অনুষ্ঠানে কো-স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে টিএএস গ্রুপ, আরআর ক্যাবল ও ডক্টর কই.কম এবং ক্রিয়েটিভ পার্টনার ছিল আইডিয়াগো মার্কেটিং সল্যুশন্স।
এই আয়োজনে দেশবরেণ্য সরকারি উচ্চ-পদস্থ কর্মকর্তা, শিল্পপতি, বিখ্যাত ক্রীড়াবিদ ও টেক-লিডার্স, বাংলাদেশের আইকনিক নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন এক ছাদের নীচে। পুরো আয়োজন জুড়েই তারা কথা কথা বলেছেন আমাদের আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে। একই সাথে আলোচনা হয়েছে স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন অবধি বাংলাদেশের যাত্রা এবং আগামী দিনগুলোতে বিশ্বের ‘উন্নত দেশ’ এর তালিকায় নাম লেখাতে বাংলাদেশের অগ্রযাত্রার বিষয়ে।
সমসাময়িকভাবে সামনে আসা কিছু বিশেষ বিষয়ের উপরে ‘প্যানেল ডিসকাশন’ পর্ব ছিল। এই পর্বে ইন্ডাস্ট্রি এক্সপার্টরা জানিয়েছেন তাদের মতামত। এই পর্বে অডিয়েন্স অংশগ্রহণ উন্মুক্ত ছিল। উপস্থিত বক্তাদের কাছে সরাসরি প্রশ্ন রেখেছেন অনুষ্ঠানে উপস্থিত ইয়ুথ এনথুজিয়াস্টিক লার্নারগণ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী, বিজিএমইএ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহীদুল্লাহ আজিম, বিকেএমইএ এর ভাইস প্রেসিডেন্ট ফজলী শামীম এহসান, জেসিআই বাংলাদেশের প্রেসিডেণ্ট নিয়াজ মোর্শেদ এলিট, বিজিএমইএ এর ডিরেক্টর ভিদিয়া অমৃত খান, অফবিসিসিআই এর ডিরেক্টর হাসিনা নেওয়াজ, ধানসিঁড়ি কমিউনিকেশনের ধানসিঁড়ি কমিউনিকেশন শমী কায়সার, সানফাই কনস্ট্রাকশন্সের সানফাই কনস্ট্রাকশন্স সানামা ফাইজ, ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।
আরও উপস্থিত ছিলেন এনভয় গ্রুপের ডিরেক্টর ব্যারিস্টার সেহরিন সালাম, ডেসিফার্মার লিমিটেডের চেয়ারম্যান সুমাইয়া মৌসিনিন, ফুডপান্ডার কো-ফাউন্ডার এবং এমডি আম্বারীন রেজা, পাঠাও এর সিইও ফাহিম আহমেদ, শপ-আপ এর চিফ অফ স্টাফ জিয়াউল হক, পেপারফ্লাই লিমিটেডের ফাউন্ডার এবং সিইও শাহরিয়ার হাসান, এডপ্লে টেকনোলজির চিফ বিজনেস অফিসার অয়ন রহমান, ইন্সটিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন, সানিডেল স্কুলের চেয়ারম্যান প্রফেসর তানভীর খান, স্কুল অফ বিসনেস এন্ড ইকোনমিক্স, নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিন প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজির অ্যাসোসিয়েট প্রফেসর এন্ড চেয়ারপারসন ফারহা নাজ ফিরোজ, নর্থ সাউথ ইউনিভার্সিটির ফ্যাকাল্টি তাসকিন শাকিব, আকিজ ভেঞ্চার গ্রুপের এমডি এন্ড সিইও সৈয়দ আলমগীর, স্মার্ট গ্রুপের উপদেষ্টা মোহাম্মদ হাবিবুর কবির চৌধুরী, ব্রিটিশ আমেরিকান টোবাকোর হেড অফ হিউমান রিসোর্সেস সাদ জসিম, দা ডেইলি স্টার এর ইমরান কাদির, অর্চার্ড গ্রুপের এজাজ মোহাম্মদ।
‘আর্থ-সামাজিক উন্নয়নের পথে যাত্রা’ এই স্লোগানে উপস্থিত অতিথি ও বক্তাগণ তাদের সন্তুষ্টি প্রকাশ করেন। একই সাথে, উপস্থিত জেসিআই ঢাকা ইস্ট ও জেসিআই বাংলাদেশ এর সদস্যগণ সহ অনুষ্ঠানে উপস্থিতিও জানান যে আয়োজনটি অত্যান্ত সুন্দর, গোছালো ও তথ্যপূর্ণ ছিল। বক্তাদের আলোচনা তাদের সামনের পথগুলোকে আরও সুচারু করবে বলে সকলেই আশাবাদী।