ব্রাহ্মণবাড়িয়ায় দিনের আলোয় জ্বলছে সড়ক বাতি
- আপডেট সময় : ০২:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ১৭৮৩ বার পড়া হয়েছে
দিনের আলোয় জ্বলছে সড়ক বাতি, আবার ঘন অন্ধকারেও দেখা মিলছে না আলোর। রাতে বাড়ছে ছিনতাই চুরিসহ নানা অপরাধ। এ চিত্র দেড়’শ বছরের পুরাতন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার। প্রয়োজনীয় জনবল এবং সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে নাগরিক ভোগান্তি বেড়েই চলছে প্রথম শ্রেণীর এই পৌরসভায়।
দুপুরেও শহরের প্রধান সড়কে জ্বলজ্বল করে জ্বলছে বাতি। আবার ঘন অন্ধকারেও দেখা মিলছে না আলোর। এমনকি নানা উৎসবেও সচল হয় না এসব বাতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন নানা পোস্টে নিজেদের দুর্ভোগের কথা জানাচ্ছেন পৌরবাসী।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০৪ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে ৫ হাজারের অধিক সড়ক বাতি দিয়ে চলছে নাগরিক সেবা। তবে এর সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে তা এখন দুর্ভোগে পরিণত হয়েছে। মাসের পর মাস সড়ক বাতি অকেজো হয়ে থাকলেও এসব মেরামত করা হয় না। ফলে বাড়ছে চুরি, ছিনতাই, মাদক সেবনসহ নানা অপরাধ।
জনবল সংকট ও কারিগরি সক্ষমতার অভাবে সেবা দিতে বেগ পেতে হচ্ছে বলে জানান দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা।
বিদ্যুৎ প্রকৌশলীর পদায়নের জন্য মন্ত্রণালয়ে যোগাযোগসহ সমস্যা সমাধানের আশ্বাস প্রধান নির্বাহী কর্মকর্তার।
দ্রুত নাগরিক দুর্ভোগ লাঘবে সচেষ্ট হবে পৌরসভা এমনটাই প্রত্যাশা বাসিন্দাদের।