গণসমাবেশ বানচালে শ্রমিকদের পরিবহন ধর্মঘটে বাধ্য করছে সরকার : ড. মোশাররফ
- আপডেট সময় : ০৬:৫২:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ১৮০৯ বার পড়া হয়েছে
সরকার পরিকল্পিতভাবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ বানচালে শ্রমিকদের পরিবহন ধর্মঘটে বাধ্য করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না। প্রয়োজনে বিএনপির নেতাকর্মীরা জীবন দেবে বলে জানিয়েছেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আলাদা দু’টি অনুষ্ঠানে এ সব কথা বলেন তারা।
কুমিল্লা নগরীর ঝাউতলায় একটি হোটেলে বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি সভা করে স্থানীয় বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, লোডশেডিং বলতে কোনো শব্দ বাংলাদেশে থাকবে না বলে সরকার ঘোষণা দিয়েছিল। অথচ, লোডশেডিংয়ে এখন পর্যদুস্ত মানুষের জীবন।
এদিকে, নাটোর শহর মাঠে সদর উপজেলা ও পৌর বিএনপির সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতায় আসার সুযোগ নেই। এ জন্য সন্ত্রাসী, ডাকাত ও খুনিদের দিয়ে টিকে আছে বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া, ১২ নভেম্বর বৃহত্তর ফরিদপুরের ৫ জেলা নিয়ে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। তেল-গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গণসমাবেশকে কেন্দ্র করে মাদারীপুর শহরের রেন্ডিতলায় প্রস্তুতি সভা করে জেলা বিএনপি।
একই দিনে ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিএনপি’র গণসমাবেশ সফল করতে, ধানুকার রানী মহল চত্বরে প্রস্তুতি সভা করেছে শরীয়তপুর জেলা বিএনপি।