পনের নভেম্বর থেকে অফিস সময়সূচি আবারও সকাল ৯টা-বিকেল ৪টা
- আপডেট সময় : ০৮:২৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
শীতের আগমন উপলক্ষে ১৫ নভেম্বর থেকে অফিস সময়সূচি পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নেয়া এ সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, ৪ নভেম্বরকে জাতীয় সংবিধান দিবস উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। অত্যাবশ্যক পরিসেবা, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনসহ সাতটি নীতিগত সিদ্ধান্তেরও আনুমোদন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, ই-কমার্স, বিদ্যুৎ সরবরাহ, কয়লা এবং গ্যাসকে অত্যাবশ্যক সেবা হিসেবে চূড়ান্ত করে ‘অত্যাবশ্যক পরিষেবা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তিনি জানান, শীতে সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে।
বালু মহাল লিজ দেয়ার ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের অনুমতির বিধান রেখে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।