রাজনীতির নামে ফৌজদারী অপরাধ করলে ছাড় দেয়া হবে না : ডিএমপি কমিশনার
- আপডেট সময় : ০৮:৫১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ১৮২৬ বার পড়া হয়েছে
রাজনীতির নামে ফৌজদারী অপরাধ করলে, কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপির নতুন কমিশনার খন্দকার গোলাম ফারুক। জঙ্গি ও মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করার কথাও জানান তিনি। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নতুন কমিশনার। সেবার মান নিশ্চিতে রাজধানীর থানাগুলো নজরদারির আওতায় নেয়া হচ্ছে বলেও জানান খন্দকার গোলাম ফারুক।
২৯ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির ৩৫তম কমিশনার হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক।
দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন কমিশনার।
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নানা পরিকল্পনার কথা জানান তিনি।
রাজধানীর থানাগুলো গণমুখী ও সেবামূলক করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন নতুন কমিশনার।
রাজনীতি নিয়ে পুলিশের মাথা ব্যাথা নেই। তবে রাজনীতির নামে ভাংচুর বা ফৌজদারী অপরাধ করলে, কঠোর হস্তে দমনের হুশিয়ারি দেন তিনি।
মাদক নির্মূল একটি বড় চ্যালেঞ্জ। তা নির্মূলে সরকারের জিরো ট্রালারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জানান খন্দকার গোলাম ফারুক।