কোরিয়ান অভিনেতার মৃ’ত্যু হ্যালোইন উৎসবে
- আপডেট সময় : ১০:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে কোরিয়ান অভিনেতা ও গায়কের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মানুষের ভিড়ে পদদলিত হয়ে নিহত হন গায়ক লি জি-হানও। এমন তথ্যই প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
গায়ক লি জি-হানওয়ের এজেন্সি ‘৯৩৫ এন্টারটেইনমেন্ট’ এক বিবৃতির মাধ্যমে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। বিদেশি সংবাদমাধ্যম সূত্রের খবর, শনিবার রাতে ইটাওন এলাকার একটি সরু গলিতে প্রায় ১০ হাজার মানুষ ভিড় করেছিল। হুড়োহুড়ি করে ঢোকার সময় মারা গেছে অনন্ত দেশ শতাধিক মানুষ।
এদিকে লি’র এজেন্সির পক্ষ বিবৃতিতে বলা হয়, লি’র শুভাকাঙ্ক্ষি আর পরিবারের প্রতি সমবেদনা। লি সব সময় হাসিখুশি থাকত।
লি জি-হানও ছিলেন একজন আলোকিত মানুষ। তিনি মানুষের মধ্যে অনুপ্রেরণা ছড়িয়ে দিত। এ গায়ক ও অভিনেতা আমাদের মাঝে নেই, বিষয়টি বিশ্বাস করা যায় না।
কোরিয়ান রিয়েলিটি শো ‘প্রডিউস ১০১’- এ অংশ নিয়ে লি জি-হানও আলোচনায় আসেন। এরপর একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত হন। লি খ্যাতি পেয়েছেন কোরিয়ার ড্রামা সিরিজ ‘টুডে ওয়াজ অ্যানাদার নাম হুইন ডে’-তে অভিনয় করে।
১৯৯৮ সালের ৩ আগস্ট জন্মগ্রহণ করেন লি জি-হানও। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে কোরিয়ান সরকার। পাশাপাশি তার সহকর্মীদের অনেকেই শো বাতিল করেছে বলেও খবরে প্রকাশ করা হয়েছে।