আরামবাগে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষো’ভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
রাজধানীর মতিঝিল থানাধীন আরামবাগ এলাকা থেকে পোশাক কারখানা স্থানান্তর ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে নেমেছেন পোশাক শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সকাল সোয়া ৮টা থেকে শ্রমিকরা দাবি আদায়ে সড়ক অবরোধ করেন। তাদের দাবি, শ্রমিক-কর্মচারীদের না জানিয়ে কর্তৃপক্ষ হঠাৎ মতিঝিল থেকে কেরানীগঞ্জে কারখানা স্থানান্তর করেছে। তাছাড়া শ্রমিকদের কয়েক মাসের বেতনও বকেয়া রয়েছে। মতিঝিল থানার ওসি ইয়াসির আরাফাত জানান, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারেন, কোনো কিছু না জানিয়ে আরামবাগ এলাকার একটি গার্মেন্টস রাজধানীর দক্ষিণখান এলাকায় স্থানান্তর করেছে মালিকপক্ষ। হঠাৎ করে মালিকপক্ষ কারখানা স্থানান্তর করায় বিক্ষোভ নামে শ্রমিকরা।