টুইটারের পরিবর্তনে মাস্ককে সহযোগিতা করছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম
- আপডেট সময় : ০৩:৫১:২২ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিকানা কিনে নেওয়ার পর প্রতিষ্ঠানটিকে গোছাতে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ব্যাপক ব্যস্ত সময় কাটাচ্ছেন। আর তাঁকে কাজে সহযোগিতা করছেন ভারতীয় বংশোদ্ভূত এক প্রযুক্তিবিদ। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
শ্রীরাম কৃষ্ণান নামের ওই প্রযুক্তিবিদের জন্ম ভারতের চেন্নাইয়ে। শীর্ষ ভেঞ্চার ক্যাপিট্যাল ফার্ম আন্ড্রেসেন হোরোয়িটজের (এ সিক্সটিন জেড) একজন অংশীদার তিনি। শ্রীরাম নিজেই জানিয়েছেন, তিনি টুইটারে প্রাথমিক পরিবর্তন আনার কাজে ইলন মাস্ককে সহযোগিতা করছেন।
সম্প্রতি ৪ হাজার ৪ শ কোটি ডলার মূল্যে টুইটারের মালিকানা কিনে নেন ইলন মাস্ক। ইতিমধ্যে টুইটারে বিভিন্ন ধরনের পরিবর্তন আনার ঘোষণা দেওয়া শুরু করেছেন তিনি। এর মধ্যে আছে-২৮০ অক্ষরের সীমাবদ্ধতা তুলে নেওয়া, দীর্ঘ ভিডিও শেয়ারের অনুমতি, অ্যাকাউন্ট ভেরিফিকেশন নীতিমালা পুনর্গঠন।
এক টুইটার পোস্টে শ্রীরাম লিখেছেন, ‘এটি এখন প্রকাশ্য। আরও কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষের পাশাপাশি আমিও সাময়িকভাবে টুইটারের কাজে ইলন মাস্ককে সহযোগিতা করছি।
টুইটারে ‘ফ্রি’র জামানা শেষ, ভেরিফায়েড পেজের জন্য লাগবে অর্থ
প্রতি মাসে আট ডলার খরচ করতে হবে টুইটার অ্যাকাউন্ট ভেরিফায়েড করানোর জন্য
আমি বিশ্বাস করি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোম্পানি এবং এটি গোটা বিশ্বে ব্যাপক প্রভাব ফেলতে পারে। ইলন মাস্ক তা করে দেখাবেন।’
টুইটারের পাশাপাশি আন্ড্রেসেন হোরোয়িটজের কাজও চলছে বলে উল্লেখ করেছেন শ্রীরাম।
এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত টুইটারের বিভিন্ন কনজিউমার প্রডাক্ট টিমকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দুই বছরের টুইটার ব্যবহারকারীর সংখ্যা ২০ শতাংশের বেশি বাড়িয়েছিলেন।