টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে বিরাট কোহলির ফেইক ফিল্ডিং
- আপডেট সময় : ০৪:৫০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে বিরাট কোহলির ফেইক ফিল্ডিং নিয়ে সাকিব আল হাসান অভিযোগ করার পরও আম্পায়ার আমলে না নেয়ায় ক্ষুব্ধ বিসিবি। বিষয়টি আইসিসির পরবর্তী সভায় উপস্থাপন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ কথা জানিয়েছেন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সেই সঙ্গে ভেজা মাঠে খেলতে বাধ্য করার বিষয়টিও জানাবেন। টিমের সবার সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও তিনি।
বিশ্বকাপের মঞ্চ, প্রতিপক্ষটা সেই ভারত। যাদের বিপক্ষে ম্যাচ মানেই সন্দেহ, প্রভাব বিস্তার আর পক্ষপাত মূলক আম্পায়ারিং। সময়ের সঙ্গে যা পাল্লা দিয়ে বাড়ছে।
বাংলাদেশের মতো দল যখন প্রতিপক্ষ তখন চার দিক থেকেই সুযোগ খোঁজে মোড়ল ভারত। রোহিতদের বিপক্ষে শেষ ম্যাচ যার উদাহরণ। অ্যাডিলেড ওভালে জন্ম দিয়েছে নতুন বিতর্ক, বরাবরের মতো যা পক্ষে গেছে ভারতের।
ম্যাচ শেষে বিষয়গুলো নিয়ে অধিনায়ক সাকিবের সঙ্গে আলোচনা হয়েছে টিম ম্যানেজম্যান্টের। মাঠে বিরাট কোহলির ফেইক ফিল্ডিং, আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত, সব কিছুতেই সুবিধা পেয়েছে ভারত। বিরূপ আচরণে সাকিব প্রতিবাদ করেছেন ঠিকই। কিন্তু বাংলাদেশ বলেই হয়তো আমলে নেননি আম্পায়াররা।
মাঠে কোহলির ফেইক ফিল্ডিং, এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। যে কাণ্ডে পেনাল্টি পাওয়ার কথা, আর তা পেলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো বাংলাদেশ। তা না পাওয়ায় আইসিসির কাছে অভিযোগ করবে বিসিবি। সঙ্গে ভেজা মাঠে খেলতে বাধ্য করার বিষয়টিও জানাতে চায় ক্রিকেট বোর্ড।
চলতি মাসের শুরুতেই অস্ট্রেলিয়ায় আইসিসির সভা হওয়ার কথা। যেখানে এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে চায় বিসিবি।
আপস