ছি’নতাইকারীদের তৎপরতা চরম আকার ধারণ করেছে নারায়ণগঞ্জে
- আপডেট সময় : ০৭:০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
ব্যস্ত নগরী নারায়ণগঞ্জের রাতের শেষ ভাগটা দিন দিন ভয়ংকর হয়ে উঠছে। ছিনতাইকারীদের তৎপরতা চরম আকার ধারণ করেছে। সর্বস্ব হারানোর পাশাপাশি দুর্বৃত্তের হাতে প্রাণ দিতে হচ্ছে কাউকে কাউকে। টাকা না পেলে তুলে নিয়ে অপহরণ করে হাতিয়ে নিচ্ছে টাকা। পুলিশ কর্মকর্তা বলছেন, নাগরিকদের নিরাপত্তা দিতে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে।
নারায়ণগঞ্জের পথচারী ও বাসিন্দা জানান, রাত যত গভীর হয় প্রধান সড়ক ও গলি পথগুলো ভয়ঙ্কর হয়ে ওঠে। বিভিন্ন সময় প্রতিষ্ঠানের কাজ শেষ করে রাতে বাসায় ফেরার পথে পড়তে হয় ছিনতাইকারীদের কবলে। এতেই সর্বস্ব লুট করে নিয়ে যায় তারা। বাধা দিলেই হতে হয় লাশ।
অপরাধ বিশ্লেষকরা মনে করেন, বেকারত্বের কারণে মাদকের দিকে ধাবিত হয়ে অনেকে অপরাধএ জড়ি পড়ছে। নেশার টাকা যোগাতেই তারা ছিনতায়ের পথ বেছে নিয়েছে।
পুলিশ সুপার জানান, অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে এবং নাগরিকদের নিরাপত্তা দিতে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে।
রাতে সড়কগুলোতে যেন নিরাপদে চলাচল করতে পারে সেই প্রত্যাশা জেলার নাগরিকদের।