প্রশ্ন ফাঁসের ঘটনায় বিমানের এমডি দায় এড়াতে পারে না : হারুন অর রশীদ
- আপডেট সময় : ০৮:৩২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রশাসন বিভাগের পরিচালক দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন মহানগর গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। তবে, বিষয়টিকে জটিল না করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
গেলো ২১ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২ টি পদে লিখিত পরীক্ষার অনুষ্ঠিত হয়। এর দু’দিন আগে ফটোকপির করতে গিয়ে অফিস সহকারী এভাবে মোবাইলে ছবি তুলে প্রশ্নপত্র ফাঁস করে। বিষয়টি জানাজানি হলে পরীক্ষা বাতিল করে দেয় বিমান কর্তৃপক্ষ।
এ ঘটনায় ৫ জনকে গ্রেফতারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরো ৫ জনকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগ । এ বিষয়ে তদন্তের অগ্রগতি জানাতে ডিএমপি’ মিডিয়া সেন্টারে ব্রিফ করেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি জানান, প্রশ্নপত্র ফাঁস নিয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছে আসামীরা। তবে, বিমানের এমডি এ ঘটনার দায় এড়াতে পারেন না বলেও জানান তিনি।
তবে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিমানের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার বিষয়টিকে বিতর্কিত না করার পরামর্শ দেন বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রী।