গণপরিবহন ধর্মঘটের মাঝেই কাল বরিশালে বিভাগীয় সমাবেশ
- আপডেট সময় : ০২:২৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
বরিশালে কাল বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে অংশ নিতে দুদিন আগই মহানগরের বঙ্গবন্ধু পার্কে অবস্থান নিয়েছেন হাজারো নেতা-কর্মী-সমর্থক।মাঠেই চলছে রান্নাবান্না। সমাবেশস্থলেই রাত কাটিয়েছেন তারা। এদিকে, হঠাৎ ৪৮ ঘন্টার বাস ও লঞ্চ ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন এ অঞ্চলের সাধারণ মানুষ।
বরিশাল সকাল থেকে চলছে পরিবহন ধর্মঘট। বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ব্যবহার করছেন রিক্সা, অটোরিক্সা। এগুলো না মিললে পায়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন অনেকেই।
এদিকে, বরিশাল বিএনপি’র বিভাগীয় গণসমাবেশের দিকে সবার আগ্রহ। গেলো রাত থেকে নগরীর সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা। সামিয়ানা ছাপিয়ে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছেন দলের নেতাকর্মী ও সমর্থকরা।
বরিশাল আসার পথে পথে বাধা ও হামলার অভিযোগ জানান অংশগ্রহণকারীরা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সরকারের জুলুমের হাত থেকে রক্ষা আর খালেদা জিয়ার মুক্তিতে সব ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত তারা।
মাঠে অবস্থান নেয়া নেতাকর্মীদের সার্বিক খোঁজ খবর রাখছেন শীর্ষনেতারা। ভীত না হলে সরকার লঞ্চ-বাস বন্ধের আয়োজন করতো না বলেও মন্তব্য তাদের।
৫ নভেম্বর বরিশালে জনসমুদ্র ঠেকানো যাবে না বলেও প্রত্যাশা করছেন নেতাকর্মী ও সমর্থকরা