রাজনৈতিক দলগুলো ক্ষমতার স্বার্থে বারবার সংবিধান পরিবর্তন করেছে : ঘাতক-দালাল নির্মূল কমিটি
- আপডেট সময় : ০৮:৩৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
রাজনৈতিক দলগুলো তাদের ক্ষমতার স্বার্থে বারবার সংবিধান পরিবর্তন করেছে বলে অভিযোগ করেছেন ঘাতক-দালাল নির্মূল কমিটির নেতারা।
আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম সংযোজনের পর এখন তা বাদ দেয়া হলেও কোন কাজে আসবে না।
১০ ডিসেম্বরের পর বিএনপি কাকে ক্ষমতায় দেখতে চায়- সে প্রশ্নও তোলেন তিনি। বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবিধান দিবসের আলোচনা সভায় একথা বলেন তারা।
৫১তম সংবিধান দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঘাতক-দালাল নির্মূল কমিটি।
সভায় বক্তারা অভিযোগ করেন, জনস্বার্থে কখনো এদেশের জাতীয় সংবিধান সংশোধন করা হয়নি। বারবার সংবিধানকে কাটাছেড়া করা হয়েছে রাজনৈতিক দলগুলোর ক্ষমতার স্বার্থে।
ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, জিয়াউর রহমান ও তার সহযোগীরাই বঙ্গবন্ধুকে হত্যা করে সংবিধান পরিবর্তন করেছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, রাষ্ট্রের অনেকেই আছেন যারা সংবিধানই মানেন না।
তিনি আরো বলেন, বারবার সংবিধানে পরিবর্তন ঘটিয়ে জাতীয় চেতনার সাথে জাতিকেও বিভক্ত করা হয়েছে।