ভারত ম্যাচের বি’তর্ক নিয়ে আর ভাবতে চায় না বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:৫১:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
ভারত ম্যাচের বিতর্ক নিয়ে আর ভাবতে চায় না বাংলাদেশ। বরং সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এবার পাকিস্তানকে হারাতে চায় টাইগাররা। এ কথা বলেছেন, ব্যাটিং কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। সেমিফাইনালের হিসেব না করে শেষ ম্যাচ জয়ের প্রত্যয় তার। অভিন্ন লক্ষ্য পাকিস্তানেরও। অ্যাডিলেটে সকাল ১০টা শুরু হবে ম্যাচ।
রোববার বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। যেখানে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের চেয়ে নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকার নিয়ে আগ্রহ সবার। কারণ কারো পৌষমাস কারো সর্বনাশ। ভেঙ্গে বললে, এই ম্যাচে প্রোটিয়ারা পয়েন্ট হারালেই কপাল খুলবে টাইগারদের।
বাংলাদেশের মতো সমান সমীকরণ পাকিস্তানের জন্য। চেনা প্রতিপক্ষের সঙ্গে নিজেদের সেরাটাই দিতে চায় বাংলাদেশ।
সিংক। শ্রীধরন শ্রীরাম ব্যাটিং কনসালটেন্ট, বাংলাদেশ।
সেমিতে খেলার দুঃশ্চিন্তা মনে ঠাঁই দিতে চায় না সাকিব লিটনরা। ম্যাচের আগের দিন তাই নির্ভার দল, বেশির ভাগ ক্রিকেটারই নামেননি অনুশীলনে। ঐচ্ছিক প্রাকটিসে ছিলেন চার ক্রিকেটার সৌম, সোহান, ইয়াসির আলী ও মেহেদী মিরাজ।
আগের আসরগুলোতে যা পারেনি এবার তাই করে দেখিয়েছে বাংলাদেশ। আর তাই সাকিবদের প্রশংসা পঞ্চমুখ ব্যাটিং কনসালটেন্ট। সঙ্গে ভারত ম্যাচ থেকে শিক্ষা নিয়ে টাইগারদের এগিয়ে যাওয়ার পরামর্শ।
দু’দলের অতীত পরিসংখ্যান স্বস্তিতে পাকিস্তান। ১৭ বারের দেখায় মাত্র দুবার বাবর আজমদের হারাতে পেরেছে বাংলাদেশ। বিশ্বকাপে আরও নাজুক, ৫ বারের দেখায় কখনোই পাকিস্তানকে হারাতে পারনি টাইগাররা।।