ইমরান খানের হামলায় জড়িত থাকলে রাজনীতি ছেড়ে দেব : শাহবাজ শরিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ১৮৩১ বার পড়া হয়েছে
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইমরান খানের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার সামান্য প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন তিনি।
লংমার্চে হামলার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আইএসআই-এর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল ফয়সালকে দায়ী করেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেনাবাহিনী এই অভিযোগ আগেই প্রত্যাখ্যান করেছে। আর প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, ‘ষড়যন্ত্রে জড়িত থাকার সামান্য প্রমাণ পাওয়া গেলেও, চিরদিনের জন্য রাজনীতি ছেড়ে দেবেন তিনি। এদিকে দেশটির প্রধানমন্ত্রী তাঁর বিরুদ্ধে তোলা ইমরান খানের অভিযোগ তদন্তের জন্য পূর্ণাঙ্গ কোর্ট কমিশন গঠনের জন্য প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে আহ্বান জানান।