সরকার পতন তরান্বিত করতে শিগগির অন্য দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে বিএনপি
- আপডেট সময় : ০৮:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ১৭৮৮ বার পড়া হয়েছে
সরকার পতনের আন্দোলন জোরদার করতে শিগগির অন্য দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে বিএনপি। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে দলের এ সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, জোট গঠনের চেয়ে চলমান আন্দোলনে সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা জরুরি। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ডিসেম্বরে ঢাকায় সমাবেশের আগে রেব পুলিশের বিরুদ্ধ রুখে দাঁড়াতে হবে।
যুগপৎ আন্দোলন ও রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তর শীর্ষক নাগরিক ঐক্যের এই আলোচনা সভা।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিদ্যমান সংবিধানের ক্ষমতা কাঠামো পরির্বতন করতে হবে। সরকার হঠাতে দেশ গণজাগরনের মুখোমুখি বলেও দাবি করেন তারা।
নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, গণতন্ত্র হরণকারীদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে যুগপথ আন্দোলনের বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে শিগগির অন্য দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে বিএনপি।
দেশের প্রধান সংকট আওয়ামী লীগ দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,এদের হাত থেকে দেশ রক্ষা করা এখন বড় দায়িত্ব।