আগামী নির্বাচন সুষ্ঠু করতে তৎপর যুক্তরাষ্ট্র : মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনে আয়োজনে যুক্তরাষ্ট্র সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক মার্কিন উপ সহকারী মন্ত্রী আফরিন আক্তার।
তিনি জানান, এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ঢাকা মিশন ও ইউএসএআইডি বাংলাদেশের সুশীল সমাজের সঙ্গে কাজ করে যাচ্ছে। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশিদ আলমের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রোহিঙ্গা সংকট সমাধানেও যুক্তরাষ্ট্র কাজ করতে চায় বলে জানান আফরিন আক্তার।
দুই দিনের ঢাকা সফরে ব্যস্ত সময় পার করছেন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক মার্কিন উপ সহকারী মন্ত্রী আফরিন আক্তার। প্রথম দিনে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে বসেন তিনি।
বৈঠক শেষে আফরিন আক্তার জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে বাংলাদেশকে সব সহযোগিতা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ।
রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার পাশাপাশি অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান আফরিন আক্তার।
এছাড়া বঙ্গোপসাগরে মৎস্য ও খনিজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সহায়তার কথাও জানান মর্কিন উপ সহকারী মন্ত্রী আফরিন আক্তার ।