দেশের ৩০ ভাগ মানুষ মানসিক সমস্যায় ভুগছে : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৯:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
১২ ভাগ শিশুসহ দেশের ৩০ ভাগ মানুষ মানসিক সমস্যায় ভুগছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আর, ভার্চুয়ালি যুক্ত হয়ে সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন ও জাতীয় মানসিক স্বাস্থ্য স্ট্র্যাটেজিক প্ল্যানের লিড কনসালটেন্ট সায়মা ওয়াজেদ পুতুল জানান, মানসিক স্বাস্থ্যক্ষেত্রে আইন, নীতিমালাও কৌশলপত্র প্রনয়ণসহ বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছে বাংলাদেশ। যদিও দেশে মানসিক স্বাস্থ্যের উন্নত চিকিৎসা নেই। মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ সভায় এসব কথা বলেন তারা।
কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ লক্ষে রাজধানীর শ্যামলীতে পর্যালোচনা সভার আয়োজন করে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেয়ারওপর জোর দেন সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও জাতিসংঘ মহাসচিবের মানসিক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সায়মা ওয়াজেদ পুতুল । বলেন, মানসিক স্বাস্থ্যসেবার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলা জরুরি।
সভায় স্বাস্থ্যমন্ত্রী জানান , মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ করছে সরকার । বিভাগীয় পর্যায়ে ৮টি মানসিক স্বাস্থ্য হাসপাতাল করা হচ্ছে ।
ডেঙ্গুর বিস্তার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী বলেন , এখন থেকে সরকারি হাসপাতালে ১০০ টাকা এবং বেসরকারি হাসপাতালে ৩০০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করা যাবে ।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান জাহিদ মালেক