বিদেশি ফল রাম্বুটান চাষ করে সফল নরসিংদীর দুই কৃষক
- আপডেট সময় : ০৩:২৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ১৮১৯ বার পড়া হয়েছে
বিদেশি ফল রাম্বুটান চাষ করে সফল হয়েছেন নরসিংদীর শিবপুরের প্রবাস ফেরত দুই কৃষক। বাজারে ব্যাপক চাহিদা ও ভালো দাম পাওয়ায় এই ফল চাষ করে এখন অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন অনেকে।
নাম তার রামবুটান। জন্ম ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায়। হাত ঘুরে এখন চাষ হচ্ছে বাংলাদেশে। ব্রুনাই থেকে রাম্বুটান ফলের বীজ নিয়ে আসেন নরসিংদীর শিবপুরের অষ্টআনী গ্রামের কৃষক জামাল উদ্দিন। সঙ্গে আরেক প্রবাসী মজনু মিয়া। দু’জনের পরিশ্রমে পাঁচ বছরের মাথায় বারোটি গাছে ফল এসেছে।
বিদেশী এই ফলের গাছের চাষ দেখতে বিভিন্ন জেলা থেকে আগ্রহী কৃষকরা আসছেন তাদের বাগানে।
রাম্বুটান সম্প্রসারণের জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। বাণিজ্যিকভাবে উৎপাদিত চারা বিক্রি হচ্ছে আকারভেদে দেড় থেকে দুই হাজার টাকা।
অপরিচিত এই ফল স্থানীয় বাজারে প্রতি কেজি ১ হাজার থেকে ১২শ’ টাকা বিক্রি করছেন কৃষকরা। অন্য কোথাও না মেলায় সকলেই ভিড় করছেন শিবপুর উপজেলার অষ্টআনী গ্রামে।