দেশে আশংকাজনকভাবে কমছে আমদানী-রপ্তানী
- আপডেট সময় : ০২:১৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
দেশে আশংকাজনকভাবে কমছে আমদানী-রপ্তানী। বৈশ্বিক মন্দা ও ডলার সংকটে বৈদেশিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন আমদানী-রপ্তানী সংশ্লিষ্টরা। বন্দর ব্যবহারকারীরা বলছেন, সরকারের বর্তমান দৃষ্টিভঙ্গি আর অব্যবস্থাপনায় অর্থনীতিতে সহসা সুফল আসবে না। তবে বন্দর চেয়ারম্যানের দাবি, বছর শেষে ঠিক হয়ে যাবে সবকিছু।
গ্যান্ট্রিক্রেনে করে জাহাজ থেকে নামানো হচ্ছে পণ্যভর্তি কন্টেইনার। কোথাও কোথাও রপ্তানীমুখি কন্টেইনার জাহাজীকরণ হচ্ছে। চট্টগ্রাম বন্দরের ভেতরে লোহার এই বাক্সগুলো যতো বেশি নড়া-চড়া করে ততোই সচল থাকে জাতীয় অর্থনীতি।
গেলা তিন মাসে ধারাবাহিকভাবে কমছে কন্টেইনার হ্যান্ডলিং। চলতি বছর আগস্ট মাসে যেখানে কন্টেইনার হ্যান্ডলিং হয় ১ লাখ ৯০ হাজার ৬১৭ টিউস; সেপ্টেম্বরে এসে তা কমে দাড়ায় ১ লাখ ৬২ হাজার ২১৯ টিউস। অক্টোবর মাসে কমেছে আরো সাড়ে ৮ হাজার টিউস। এমন অবস্থা থেকে উত্তরনে সহসায় কোন আশা দেখছেন না সংশ্লিষ্টরা।
বন্দর ব্যবহারকারীরা বলছেন, ইউক্রেন যুদ্ধ অর্থনৈতিক মন্দার কারণ হলেও একমাত্র কারণ নয়। এর থেকে উত্তরণে দরকার আন্তরিকতা, দুরদর্শিতার পাশাপাশি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত।
বন্দরে পন্য খালাস ও জাহাজীকরণের এই অবনতিতে এখনই হতাশ হতে চান না বন্দর কর্তৃপক্ষ। তাদের দাবি বছরের এই সময়ে আমদানী রপ্তানী কম হয়। বছর শেষে যা ফের চাঙ্গা হবে।
আমদানি-রপ্তানির নেতিবাচক প্রভাব পড়ছে চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব আদায়েও।আগস্ট মাসের চেয়ে অক্টোবর মাসে রাজস্ব আদায় কমেছে ৫৮৬ কোটি টাকা।