প্রধানমন্ত্রী পরিবারের ভুয়া প্রটোকল পরিচয়ে কোটি টাকা আত্মসাৎকারী গ্রেফতার
- আপডেট সময় : ০৯:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ১৭৮৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী পরিবারের সদস্যের ভুয়া প্রটোকল পরিচয়ে, কোটি কোটি টাকা আত্মসাৎকারী চক্রের মূল হোতা হরিদাস চন্দ্র ও তার সহযোগী ইমরান হাসান মেহেদীকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর বনানী থেকে তাদের গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে রেব জানায়, চক্রটি বদলি বাণিজ্য ও ট্রেন্ডারবাজির মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে ৫ কোটি টাকা আত্মসাৎ করেছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিলাসবহুল প্যারিস রিসোর্ট।দেখে বোঝার উপায় নেই, প্রতারণার সঙ্গে জড়িত কেউ এতো সুন্দর রিপোর্ট নির্মান করতে পারে।
এলাকার বিওশালী লোকদের রিসোর্টে বিনিয়োগে অধিক লাভের প্রলোভন দেকিয়ে, ২০২০ সালে প্রায় ৩ কোটি টাকা নেয় প্রধানমন্ত্রী পরিবারের প্রটোকল অফিসার পরিচয়দানকারী হরিদাস চন্দ্র ওরফে তাওহীদ।
শুধু তাই নয় রাষ্ট্রের সম্মানিত ব্যক্তিবর্গের সাথে নিজের ছবি প্রকাশ করেই রিসোর্টে প্রিন্ট করে বাধিয়ে রেখেছেন ভুয়া এই প্রটোকল অফিসার।
রাজধানীর বনানীতে এনএসআই ও রেবের যৌথ অভিযানে চক্রের মূল হোতা হরিদাস চন্দ্র ও তার মূল সহযোগী ইমরান হাসান মেহেদীকে গ্রেফতার করা হয়।
রেবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থার মুখপাত্র জানান, ২০১৯ সালে হরিদাস চন্দ্র ধর্মান্তরিত হয়ে তাওহীদ নাম ধারণ করে প্রতারনা শুরু করে। এক্ষেত্রে তারা কৌশল হিসেবে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতো।
তিনি জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিজেকে প্রধানমন্ত্রীর পিএস হিসেবে পরিচয় দিয়ে, মানুষের কাছ থেকে অধিক মুনাফায় বিনিয়োগের নামে টাকা নিয়ে নির্মাণ করে প্যারিস রিসোর্ট।
নকল ট্রেন্ডারবাজি, সরকারি কমকর্তাদের সই জালিয়াতি করে হরিদাস চন্দ্রর নেতৃত্বাধীন চক্র ৫ কোটি টাকা আত্মসাত করেছে বলে জানান রেব পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।