বিএনপি ভেতরে-ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
আন্দোলন করলেও, বিএনপি ভেতরে-ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, বৈশ্বিক পরিস্থিতিতে দেশের সংকট উত্তরণ নয়, তাদের আন্দোলনের মূল লক্ষ্যই এখন রাজনৈতিক সরকারের পরিবর্তন করা।
সকালে সচিবালয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। কোন কঠিন শর্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ থেকে ঋণ নেয়া হবে না বলেও জানান তিনি।
নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৈশ্বিক সংকটে দেশের অর্থনীতি ও রিজার্ভে চাপ বাড়ছে জানিয়ে তিনি বলেন, দেশের ক্ষতি হয় এমন শর্ত মেনে ঋণ নেয়া হবে না।
বিএনপির আন্দোলন ও তত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু এভিনিউতে ১১ নভেম্বর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষকী সফল করার লক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠন এবং মহানগরের নেতাদের সঙ্গে যৌথ সভা করে যুবলীগ।
আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, সমাবেশ সফল করার মধ্য দিয়ে বিএনপির সরকার পতনের আন্দোলন প্রতিহত করতে হবে।
এর আগে প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে সংবাদ সম্মেলনে যুব মহাসমবেশের বিস্তারিত জানান সংগঠনের চেয়ারম্যান।
মহাসমাবেশ মাইলফলক হবে বলে মন্তব্য করেন শেখ ফজলে শামস পরশ।