সন্তানকে জঙ্গি প্রশিক্ষণ নিতে দুর্গম পাহাড়ি এলাকায় পাঠান মা
- আপডেট সময় : ০৮:০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
নিজে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে, একমাত্র সন্তানকেও প্রশিক্ষণ নিতে দুর্গম পাহাড়ি এলাকায় পাঠান কেবিন ক্রু এক মা। পরে, কথিত হিজরতে পাঠিয়ে স্বস্তিতে না থাকায় ছেলেকে ফেরত পেতে মরিয়া হয়ে উঠেন তিনি।
নিজেকে শুধরে সন্তানকে ফিরে পেতে রেবের দ্বারস্থ হন। রেব জানায়, নিখোঁজ ৫৫ জনের তালিকায় এমিলির সন্তানও রয়েছেন। এদিকে, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার অর্থ সরবারহকারী দু’ সদস্যসহ ৩ জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।
আম্বিয়া সুলতানা এমিলি। কেবিন ক্রু হিসেবে চার বছর কর্মরত ছিলেন বিভিন্ন এয়ার লাইন্সে। স্বামী ও ১৫ বছর বয়সী ছেলে আবু বক্করকে নিয়ে থাকতেন নারায়নগঞ্জের বন্দর এলাকায়।
গেলো মার্চে আবু বক্করকে গৃহশিক্ষক আল আমিনের সাথে তথাকথিত হিজরতে পাঠান মা এমিলি। এরপর থেকে আর যোগাযোগ না করায়, জঙ্গীবাদ নিয়ে ভুল ভাঙে তার। সন্তানকে ফিরে পেতে রেবের দারস্থ হলে চারদিন ডি-রেডিকালারইজড করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কাওরানবাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমিলির ভুল ভাঙ্গার বিষয়টি এবং সন্তানের জঙ্গী সংগঠনে সম্পৃক্ত হয়ে পার্বত্য চট্টগ্রামে যাবার কথা জানান রেবের মুখপাত্র।
এদিকে পার্বত্য চট্টগ্রামে জঙ্গীবাদী অভিযান চলমান থাকায়, কৌশলে দুর্গম পাহাড়ী এলাকা থেকে পালিয়ে এসে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একত্রিত হলে, অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ায় অর্থ সরবরাহকারীসহ তিনজনকে গ্রেফতার করে রেব।
এই ৩ জনসহ নতুন জংগী সংগঠনের ২৯ সদস্যকে গ্রেপ্তার করার কথা জানান রেব পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।