মাস্তানতন্ত্র কায়েম করেছে সরকার : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নূর হোসেন একটি অবিস্মরণীয় নাম উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার আত্মদান বৃথা যেতে দেয়া যাবে না। নব্বইয়ে অর্জিত গণতন্ত্রের পথচলা আবারো বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র ও নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে মাস্তানতন্ত্র কায়েম করা হয়েছে।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্র মুক্ত করতে গিয়ে ১৯৮৭ সালের ১০ নভেম্বর পুলিশের তপ্ত বুলেটের শিকার হন টগবগে যুবক নূর। সেদিন তাঁর আত্মত্যাগ দেশের গণতন্ত্রপ্রিয় মানুষকে অধিকার আদায়ের সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল। পতন হয়েছিল স্বৈরতন্ত্রের। মুক্ত হয়েছিল বহুদলীয় গণতন্ত্র। স্বৈরাচার বিরোধী আন্দোলনে মহান শহীদ নুর হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন মির্জা ফখরুল।